টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিকান্দার রাজার নেতৃত্বে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রোববার রাতে ঢাকায় পৌঁছে সেখান থেকেই  সরাসরি চট্টগ্রামে উড়ে যায় সফরকারীরা।

আগামী ৩ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। বন্দর নগরী চট্টগ্রামে পরের দুটি ম্যাচ ৫ এবং ৭ মে অনুষ্ঠিত হবে। শেষ দুটি টি-টোয়েন্টি ১০ ও ১২ মে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে।

সিরিজের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বাংলাদেশের ১৭ সদস্যের প্রাথমিক দলটি তিন দিনের রুদ্ধদ্বার অনুশীলন শেষ করেছে।

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গি, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলে এনডিলোভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news