বোলোনিয়ারকে রুখে দিলো জুভেন্টাস

সিরি আ লিগে বোলিনিয়ারের মাঠে আতিথিয়তা দেয় জুভেন্টাসকে। এ ম্যাচে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখলো সফরকারী দল জুভেন্টাস। ম্যাচে ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকেও বোলোনিয়ারের বিরুদ্ধে ড্র করেছে সফরকারীরা। প্রথমার্ধে ২-০ পিছিয়ে পড়ে জুভ। বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় গোলে বোলোনিয়ারের স্কোরলাইন ৩-০ করেন রিচার্ড কালাফিয়োরি।

সোমবার (২০ মে) রাতে স্বাগতিকদের হয়ে অপর গোলটি করেন ক্যাস্ত্রো। এরপর শুরু হয় জুভেন্টাস শো। ম্যাচের ৭৬ থেকে ৮৪, মাত্র আট মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচে ফিরে আসে অতিথিরা।

যদিও জেতা হয়নি তাদের। দলের হয়ে গোল তিনটি করেছেন ফেদেরিকো কিয়েসা, মিলিক ও কেনান ইয়িলদিজ। এ নিয়ে ৩৭ ম্যাচে সমান ৬৮ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বোলোনিয়া। চার নম্বরে রয়েছে জুভেন্টাস। 

এদিকে এফএ কাপের জন্য পিছিয়ে গেলো ম্যান সিটির প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন প্যারেড। আগামী শনিবার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চার ট্রফি নিয়ে ম্যানচেষ্টারের রাস্তায় উৎসব করতে চায় সিটিজেনরা। তবে দুশ্চিন্তা সমর্থকদের কপালে। আগামী মৌসুম শেষে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছে সাফল্যের নেপথ্য নায়ক পেপ গার্দিওলা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news