কাইজারস্লাটার্নকে হারিয়ে ডাবল শিরোপা জয়ের রেকর্ড গড়লো বায়ার লেভারকুসেন

চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছে বায়ার লেভারকুসেন। ইতোমধ্যে টানা ৫১ ম্যাচ অপরাজিত রেকর্ড করে বুন্দেসলিগার শিরোপা জিতেছে জাবি আলোনসোর শিষ্যরা। এবার জার্মান কাপের শিরোপাও ঘরে তুললো লেভারকুসেন।

শনিবার (২৫ মে) রাতে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে জার্মান কাপের ফাইনালে কাইজারস্লাটার্নকে ১-০ গোলে হারিয়েছে লেভারকুসেন। এতে করে ঘরোয়া টুর্নামেন্টে অপরাজিত থেকে ডাবল শিরোপা জিতে আরেকটি ইতিহাস গড়েছে তারা।

ম্যাচের ১৬তম মিনিটে ক্রসবারের নিচে দিয়ে বল জালে জড়ান জাকা। বিরতির ঠিক আগে (৪৪ মিনিটে) দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডিফেন্ডার ওডিলন কুসুন মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় লেভারকুসেন। একজনকে হারিয়ে কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে আলোনসোর দল। শেষ পর্যন্ত ওই এক গোলেই শিরোপা নিশ্চিত হয়েছে তাদের।

এক মৌসুমে দুই শিরোপা জিতে স্প্যানিশ কোচ বলেন, পুরো জার্নি, পুরো মৌসুমটা ছিল দুর্দান্ত। আমরা এই মৌসুমে যা করেছি তা অবিশ্বাস্য। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news