পেটের সমস্যাজনিত অসুস্থতা থেকে কিছুটা সুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেলেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ক্লাব বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে খেলতে না পারা এই তারকাকে কিছুদিনের জন্য বিশ্রামে রাখা হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “বৃহস্পতিবার দুপুরে কিলিয়ান এমবাপ্পেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি ধীরে ধীরে দলের অনুশীলনে যুক্ত হচ্ছেন এবং আরও কিছুদিন চিকিৎসা চলবে। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তাকে মূল দলে ফিরিয়ে আনা হবে।”
তবে এমবাপ্পে কবে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে ফিরবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি ক্লাব। ফলে ক্লাব বিশ্বকাপে পরবর্তী ম্যাচেও হয়তো তাকে ছাড়াই নামতে হতে পারে রিয়াল মাদ্রিদকে।
উল্লেখ্য, গত শনিবার ক্লাব বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে আমেরিকা পৌঁছান এমবাপ্পে। কিন্তু পৌঁছানোর পর থেকেই অসুস্থবোধ করায় মঙ্গলবার পাম বিচ গার্ডেন্সে দলের অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি। প্রথমে জ্বর ধরা পড়লেও পরে নিশ্চিত হয় তিনি গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত।
ফলে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে মাঠে নামতে পারেননি এই ফরাসি সুপারস্টার। এমবাপ্পের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে জয় অধরা থেকেই গেছে রিয়ালের, ম্যাচটি ড্র হয়েছে।
রিয়াল মাদ্রিদ শিবিরে এখন সবচেয়ে বড় প্রত্যাশা— এমবাপ্পে যেন দ্রুত সেরে উঠে আবার গোলের জাদুতে মন্ত্রমুগ্ধ করেন সমর্থকদের। তবে তার পূর্ণ ফিটনেসে ফেরার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।


