অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আইপিএলের ইতিহাসের 'সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়' হয়ে কী বললেন? কলকাতা নাইট রাইডার্স তাকে নিলামে কিনেছে প্রায় ২৫ কোটি ২০ লক্ষ টাকায়! এই চোখ ছানাবারো অঙ্ক শুনে তিনিও যেন হতবাক।

শুধু তাই নয়, ব্যস্ততার মধ্যেও তিনি সরাসরি কথা বলেছেন কেআরই ভক্তদের সঙ্গে। অ্যাশেজ সিরিজে ব্যস্ত থাকা গ্রিন একটি ভিডিও বার্তায় কলকাতা এবং ইডেন গার্ডেনসে খেলার উত্তেজনার কথা জানিয়েছেন।

"হাই, কেআরই সমর্থকরা! আমি ক্যামেরন গ্রিন বলছি। এই বছরের আইপিএলে কলকাতার অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। ইডেন গার্ডেনসে নেমে সেখানকার পরিবেশ উপভোগ করতে আমি অপেক্ষা করতে পারছি না। আশা করছি আমাদের জন্য দারুণ একটি বছর হবে। তাহলে, শীঘ্রই দেখা হবে। আমি কেআর!" - বলেছেন গ্রিন কেআরই-র অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে।

তার এই রেকর্ড মূল্য নিয়ে মজার মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ও সাবেক অধিনায়ক রিকি পন্টিং। যিনি নিজেও আইপিএলে যুক্ত। অ্যাশেজে কমেন্টেটরের দায়িত্বে থাকায় নিলামে উপস্থিত থাকতে না পারলেও, গ্রিনের দাম শুনে তাঁর প্রতিক্রিয়া ছিল সবার জন্য বিনোদন।

"২৫ কোটির ওপর? আমি ঠিক জানি না... কিন্তু এটা অবিশ্বাস্য রকমের টাকা!" - বলতে বলতে হেসে ফেলেন পন্টিং। এই অঙ্কটি প্রায় ২৮ লাখ মার্কিন ডলার কিংবা ৪২ লাখ অস্ট্রেলীয় ডলারের সমান।

কেআরই কিন্তু থেমে থাকেনি। এরপর তারা শ্রীলঙ্কান তরুণ স্পিডস্টার ম্যাথিশা পাথিরানাকেও নিলামে তুলে এনেছে প্রায় ১৮ কোটি টাকায়। দলের কাছে সর্বোচ্চ বাজেট থাকায়, তারা এই দুই 'বিগ ফিশ'কে কেনার মিশনেই নেমেছিল বলে ধারণা করা হচ্ছিল।

 

news