স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর শারীরিক অবস্থার কারণে আগামী মাসে তাঁর বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মারিয়া সোল মায়ামিতে একটা গাড়ি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ড, গোড়ালি ও কবজির হাড় ফেটেছে, একাধিক জায়গায় জখম হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
আর্জেন্টিনার টেলিভিশন সাংবাদিক ও উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিতো জানান, লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনি তাঁর সঙ্গে কথা বলে জানিয়েছেন, মারিয়া সোল এখন বিপদমুক্ত হলেও তাঁকে দীর্ঘ সময় পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। এ কারণেই তাঁর বিয়ের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিও শহরে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সদস্য হুলিয়ান ‘তুলি’ আরেয়ানোকে বিয়ে করার কথা ছিল মারিয়া সোলের। ওই অনুষ্ঠানে মেসি পরিবারের সব সদস্য, এমনকি লিওনেল মেসিও উপস্থিত থাকার কথা ছিল।
দে ব্রিতো বলেন, ‘মেসির বোন এখন ভালো আছে, তিনি আশঙ্কামুক্ত। কিন্তু তাঁর শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে, যেগুলোর চিকিৎসা বেশ জটিল। এ ছাড়া তাঁর মেরুদণ্ডের দুটি কশেরুকা ভেঙে গেছে। তিনি ইতিমধ্যে রোজারিওতে পুনর্বাসন শুরু করেছেন।’
তিনি আরও জানান, মারিয়া সোলের গোড়ালি ও কবজিতেও ফাটল ধরা পড়েছে। দুর্ঘটনার সময় তিনি অজ্ঞান হয়ে একটা দেয়ালে আঘাত পান বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মারিয়া সোল মেসি পেশাগতভাবে একজন ডিজাইনার ও উদ্যোক্তা। তিনি নিজের ব্র্যান্ড গড়ে তুলেছেন এবং বিভিন্ন সময়ে ভাই লিওনেল মেসির বিভিন্ন প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সাধারণত গণমাধ্যমের আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন।
দুর্ঘটনার পর মেসি পরিবারের পক্ষ থেকে ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং মারিয়া সোলের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।
