গত বছরের আগস্টে দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান সেরেছিলেন অর্জুন টেন্ডুলকার। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন শচীন টেন্ডুলকারের অলরাউন্ডার ছেলে। দুই পরিবারের সম্মতিতে চূড়ান্ত হয়েছে বিয়ের দিনক্ষণও। আইপিএল শুরুর আগেই বিয়ের পিঁড়িতে বসছেন অর্জুন।

আগামী ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শ্বশুর হচ্ছেন শচীন টেন্ডুলকার। সেদিনই বাগদত্তা সানিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন অর্জুন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলতে নামার আগেই শুভ কাজটি সেরে ফেলতে চান গোয়ার এই অলরাউন্ডার। জানা গেছে, ৩ মার্চ থেকে শুরু হবে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন। শচীন নিজেই ঘনিষ্ঠ মহলে এই সুখবর জানিয়েছেন বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।

এর আগে গত আগস্টে ঘরোয়া আয়োজনে বাগদান সম্পন্ন হয় সানিয়া ও অর্জুনের। সেই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি ছিলেন হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু।

সানিয়া চন্দোক মুম্বইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ ও হোটেল ব্যবসায় ঘাই পরিবার বেশ সুপরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও জনপ্রিয় ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক এই পরিবার। সেই পরিবারেরই জামাই হতে যাচ্ছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন।

 

news