দুর্দান্ত ফুটবলে পুরো ম্যাচে দাপট দেখিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচ কার্যত শেষ করে দেয় কাতালানরা। সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে হারিয়েছে কোচ হান্সি ফ্লিকের দল বার্সেলোনা।

এই জয়ে জোড়া গোল করেন রাফিনিয়া। একটি করে গোল করেন ফেররান তরেস, ফের্মিন লোপেস ও রুনি বার্দগি।

ম্যাচের পরিসংখ্যানেই স্পষ্ট বার্সেলোনার একচেটিয়া আধিপত্য। প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলের উদ্দেশ্যে নেয় ১৩টি শট, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে বিলবাও নেয় ৯টি শট, লক্ষ্যে ছিল মাত্র ৩টি।

এই ম্যাচে লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডোভস্কিকে বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ হান্সি ফ্লিক। তাতেও একটুও ছন্দ হারায়নি বার্সেলোনা।

ষোড়শ মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে পেদ্রির শট সরাসরি গোলরক্ষক উনাই সিমনের হাতে যায়। ২০তম মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন ফের্মিন লোপেস। বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে গিয়েও সিমনের দিকেই শট মারেন তিনি।

একই মাঠে আজ বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ।

 

news