ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় ধরনের ধাক্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে আহত হয়েছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার রিষভ প্যান্ট। ভাদোদারায় নেট প্র্যাকটিসের সময় একটি বল তার পায়ে লেগে তাকে ব্যথায় কুঁকড়ে দিয়েছে।

ভাদোদারায় ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচের প্রস্তুতির সময় এই দুর্ঘটনা ঘটে। নেটে ব্যাটিং করার সময় একটি বল সরাসরি তার পায়ে লাগে। এরপর তাকে ব্যথায় কাতরাচ্ছে অবস্থায় মাঠ ছাড়তে দেখা যায়। উল্লেখ্য, ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ খেলবে, যার প্রথম ম্যাচ আগামীকাল ১১ই জানুয়ারি বড়োদরা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে।

এই ঘটনায় প্যান্টের ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। দুর্ঘটনার পর থেকে বারবার আঘাতই যেন তার সঙ্গী। এর আগে সড়ক দূর্ঘটনা থেকে ফিরে আসা এই খেলোয়াড় সাম্প্রতিক ইংল্যান্ড সিরিজে পায়ের ফ্র্যাকচার নিয়ে বাড়তি ঝামেলায় পড়েন। ম্যানচেস্টার টেস্টে তিনি সাহস দেখিয়ে ফিল্ডিং করলেও পরে ফ্র্যাকচার ধরা পড়ে, যার ফলে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ মিস করেন।

সাম্প্রতিক ঘরোয়া মৌসুমে ভালো পারফরম্যান্সের পর তাকে নিয়েই মূলত ওয়ানডে দলে ফেরার সব আলোচনা ছিল। বিশেষ করে এখন দলের নিয়মিত অধিনায়ক ও উইকেটরক্ষক কে এল রাহুল থাকায় প্যান্টকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই খেলানো হতে পারে বলে ধারণা ছিল।

এবারের আঘাত যদি তাকে ম্যাচের বাইরে রাখে, তাহলে দলে কে আসতে পারেন?
রিষভ প্যান্ট যদি সত্যিই খেলতে না পারেন, তাহলে স্ট্যান্ডবাই উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে দলে নেওয়া হতে পারে। অথবা, কে এল রাহুলকেই উইকেটরক্ষকের দায়িত্ব চালিয়ে যেতে হতে পারে। অন্যদিকে, প্যান্টকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ভাবার পরিকল্পনা থাকলে রুতুরাজ গাইকোয়াডকেও দলে ফিরিয়ে আনা যেতে পারে।

প্রসঙ্গত, প্রথম ম্যাচের পর ভারত ও নিউজিল্যান্ড দল রাজকোটে যাবে, যেখানে নীরঞ্জন শাহ স্টেডিয়ামে ১৪ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে হবে। সিরিজের শেষ ম্যাচটি হবে ১৮ জানুয়ারি ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে।

 

news