সামনে ফেব্রুয়ারিতেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এরই মধ্যে নিরাপত্তার শঙ্কা দেখিয়ে বিশ্বকাপ ভারতে খেলতে যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্ত এখন আলোচনার ঝড় তুলেছে।

ভারতের পরিবর্তে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী, এমন ইচ্ছা জানিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে বিসিবি। এই বিষয়টি নিয়ে আইসিসি এবং বিসিবির মধ্যে এখন কথা বার্তা চললেও, এখনো বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত হয়নি।

বড়দের বিশ্বকাপের আগেই আগামী পরশু বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যুবাদের বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ হচ্ছে জিম্বাবুয়ে ও নামিবিয়া।

যুব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। চারবার জিতেছে অস্ট্রেলিয়া। দুইবার চ্যাম্পিয়ন পাকিস্তান। আর ২০২০ সালে যুব বিশ্বকাপের শিরোপা জিতে নেয় বাংলাদেশ দল।

এই যুব বিশ্বকাপের আসন্ন আসরের প্রচার কর্মসূচিতেই আইসিসি এবার ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে। তারা প্রচারে ভারত বা অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ যুব দলকে।

আইসিসির সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারাভিযান এবং বিভিন্ন বিজ্ঞাপনে এখন জায়গা করে নিয়েছে বাংলাদেশ দলের তারকা খেলোয়াড়দের ছবি ও ভিডিও। আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা বোঝাতেই এই উদ্যোগ। বাংলাদেশের যুব ক্রিকেটারদের সাফল্য ও সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাইছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

 

news