মাইকেল ক্যারিককে অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ কোচের সহকারী হিসেবে থাকছেন স্টিভ হলান্ড। ক্যারিকের কোচিং স্টাফে আরও যুক্ত হয়েছেন জোনাথন উডগেট, জনি ইভান্স ও ট্রাভিস বিনিয়ন।
ক্যারিক কতদিন ওল্ড ট্রাফোর্ডে থাকবেন—এ নিয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি ইউনাইটেড ম্যানেজমেন্ট। ক্লাবের পক্ষ থেকে শুধু এটুকুই বলা হয়েছে, তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্বে রয়েছেন।
ক্যারিক দায়িত্ব নেওয়ার পর থেকেই স্থায়ী কোচ খোঁজায় জোর দিয়েছে ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী ক্লাব। রুবেন আমোরিমের উত্তরসূরি হিসেবে চারজন হেভিওয়েট কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় ট্যাবলয়েড দ্য মিরর।
মিররের প্রতিবেদনে উল্লেখ করা চার ‘জায়ান্ট’ কোচ হলেন—লুইস এনরিকে, মরিসিও পচেত্তিনো, কার্লো আনচেলত্তি ও টমাস টুখেল।
এই তালিকায় সবার ওপরে আছেন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) কোচ লুইস এনরিকে। ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগসহ ঘরোয়া সব প্রতিযোগিতা জিতে পিএসজিকে দাপুটে সাফল্য এনে দেওয়া এই কোচকে যেকোনো মূল্যে চাইছে রেড ডেভিলসরা।
তবে ‘এনরিকে পিএসজি ছাড়ছেন’—এমন জল্পনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোস। তিনি এটিকে “১০০ শতাংশ ভুয়া খবর” বলে আখ্যা দেন। বরং এনরিকের কাজে সন্তুষ্ট হয়ে কাতারি মালিকপক্ষ তাকে দীর্ঘমেয়াদি, এমনকি আজীবন চুক্তিতে বেঁধে রাখার পরিকল্পনা করছে বলেও জানা গেছে। ফলে মিররের এই দাবি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
কার্লো আনচেলত্তিকেও ঘিরে চলছে আলোচনা। তবে সেটিও আপাতত গুঞ্জনই। কারণ ব্রাজিলের হেক্সা মিশনের দায়িত্ব এখন আনচেলত্তির কাঁধে। তার পারফরম্যান্সে খুশি হয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন তাকে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির প্রস্তাব দিয়েছে। আপাতত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের সঙ্গেই থাকছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।
চেলসি ও পিএসজির সাবেক কোচ মরিসিও পচেত্তিনো বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্বে আছেন। ২০২৪ সালে তাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। তার অধীনেই ফিফা বিশ্বকাপে খেলবে যুক্তরাষ্ট্র। সামনে ৩৬ দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর আগেই তাকে ম্যান ইউনাইটেডে দেখা যেতে পারে—এমন গুঞ্জন ছড়ালেও পচেত্তিনো বা তার এজেন্ট কেউই এ বিষয়ে মুখ খোলেননি।
অন্যদিকে টমাস টুখেল এখন ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ। তার অধীনেই বিশ্বকাপে অংশ নেবেন হ্যারি কেইনরা। টুখেলকে ঘিরেও ম্যান ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা বা নিশ্চিত তথ্য সামনে আসেনি। তাই আপাতত সবকিছুই রয়ে গেছে রিউমারের স্তরেই।
