ফিফার সঙ্গে কথা চলছে কেন্দ্রের, সোমবার পর্যন্ত পিছিয়ে গেল শুনানি
 ফিফার নির্বাসন (FIFA Ban) নিয়ে ফেডারেশনের মামালার শুনানি পিছিয়ে গেল সোমবার পর্যন্ত। সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে জেনারেল সলিসিটর তুষার মেহেতা জানান, বিষয়টি নিয়ে আমরা খতিয়ে দেখছি, তাই আমাদের আর একটু সময় দেওয়া উচিত। সেই আবেদন মেনে নিয়েছে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ। এর মধ্যেই ফিফার সঙ্গে কথা বলছে কেন্দ্র। ফিফার সঙ্গে সমস্যা সমাধানের ইঙ্গিতও মিলেছে।

বুধবার সুপ্রিম কোর্টে শুনানিতে কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, গতকালও ফিফার সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে কেন্দ্রের ক্রীড়া মন্ত্রকের। এদিন শুনানি শেষে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুনানি আগামী ২২ অগস্ট পর্যন্ত পিছিয়ে দেয়। পাশপাশি, ভারতে অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ আয়োজনের বিষয়টিও যেন নিশ্চিত করা হয় সেইদিকে নজর রাখতে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়।

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ভারতীয় ফুটবলের উপর নির্বাসনের খাঁড়া চাপিয়েছে ফিফা। যার জেরে জাতীয় দল থেকে বিভিন্ন ক্লাব, ভারতীয় ফুটবলের সব স্তরেই সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে আসন্ন অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপে শুধু ভারত শুধু খেলতে পারবে না তা নয়, ভারত থেকে এই বিশ্বকাপ সরিয়ে নেওয়া হবে।

এমনকী কষ্টার্জিত এশিয়ান কাপে সুনীলদের খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব মিলিয়ে একধাক্কায় বহু বছর পিছিয়ে পড়েছে ভারতীয় ফুটবল। এমতাবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news