নেতৃত্ব হারানো বিরাট কোহলির রান খরার কারণ: ওয়াটসনের

অধিনায়কত্বের ভার থেকে মুক্ত হতে পারলে অনেকেই ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে ছন্দে ফেরেন। বিরাট কোহলিও হয়ত তাই ভেবেছিলেন। ঘোষণা দিয়ে ছেড়ে দেন টি-টোয়েন্টির জাতীয় দল ও আইপিএলের অধিনায়কত্ব। এরপর হারান ওয়ানডে ও টেস্ট দলের নেতৃত্বও।

২০২১ বিশ্বকাপের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরের আগে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরানো হয় তাকে। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল বেঙ্গালুরুর হয়ে আর অধিনায়কত্ব না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।

তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর ভারতের সাদা জারসি নেতৃত্বও ছেড়ে দেন কোহলি। ছয় মাস আগেও কোহলি ছিলেন ভারতের তিন সংস্করণ ও বেঙ্গালুরুর অধিনায়ক। বর্তমানে নেতৃত্বর কোনও চাপই নেই তার। এটাই তার অফফর্মের কারণ বলে মনে করেন সাবেক অজি অলরাউন্ডার ওয়াটসন, অধিনায়কত্ব ছাড়ার পর মনে হচ্ছিল তার শক্তি একটু অন্যরকম হয়ে গেছে। 

news