মুসিয়ালা যেনো তিন বছর আগের মেসি: লোথার ম্যাথিউজ

নিজ প্রতিভায় মাত্র ১৯ বছর বয়সেই জার্মানি ও বায়ার্ন মিউনিখের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন জামাল মুসিয়ালা। ইংল্যান্ডের হয়ে বয়স ভিত্তিক পর্যায়ে ফুটবল খেললেও জাতীয় দলে খেলার জন্য কিশোর বয়সে জার্মানিকেই বেছে নেন জামাল। তার খেলার মাঝে ২০১৯ সালে পূর্ণ ফর্মে থাকা লিওনের মেসির দক্ষতারই ছাপ দেখতে পান বলে জানিয়েছেন ১৯৯০ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লোথার ম্যাথিউজ।  

বর্তমানে বায়ার্ন মিউনিখে খেলা জামালকে প্রশংসায় ভাসাচ্ছেন জার্মান কিংবদন্তি ম্যাথিউজ। ডেইলি মেইলে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথিউজ বলেছেন, তোমরা (ইংল্যান্ড) প্রজন্মের সেরা খেলোয়াড়কে জার্মানিতে দিয়ে দিয়েছো- সে জামাল মুসিয়ালা। আমার ৮ বছরের ছেলে আছে। ওর জন্য আমার জার্মানির ১৪ নম্বর ও বায়ার্ন মিউনিখের ৪২ নম্বর জার্সি কিনতে হবে। 

তিনি আরও বলেন, আমার ছেলে জামাল মুসিয়ালার অতিমাত্রায় ভক্ত। তাই ইংল্যান্ডকে ধন্যবাদ, তাকে আমাদের কাছে দিয়ে দেওয়ার জন্য। আমি জানি না তোমরা এই খেলোয়াড়কে ইংল্যান্ড জার্সিতে খেলানোর জন্য আরও চেষ্টা করোনি কেন। আমরা ওকে পেয়ে খুব খুশি।

এ সময় মেসির উদাহরণ টেনে ম্যাথিউজ বলেন, মাঠে জামালকে দেখলে তিন বছর আগের মেসির মতো মনে হয়। ওর মধ্যে সব আছে। তুমুল গতিসম্পন্ন, ড্রিবলিং ভালো, তার শেষ পাসও দারুণ এবং গোল করতে পারে। বল পেয়ে সে সবসময় সামনে এগিয়ে যায়। রক্ষণ ভাঙার নতুন সব কৌশল শিখে নিচ্ছে সে। পরিপূর্ণ খেলোয়াড় হওয়ার পথেই রয়েছে জামাল।

এরই মধ্যে জার্মানির হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা জামাল। চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়েও দারুণ ফর্মে রয়েছেন তিনি। যেখানে নয় ম্যাচে ছয় গোলের সঙ্গে তিনটি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।

news