ফুটবলার পগবার কাছে চাঁদা চেয়ে আপন ভাই আটক

ফ্রান্স জাতীয় দলের তারকা ফুটবলার পল পগবার কাছে চাঁদা দাবি করার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছে তারই আপন বড় ভাই মাথিয়াস পগবা।

ফ্রান্সের বিচার বিভাগের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চাঁদাবাজি ও অপরাধমূলক কাজের জন্য আরও চার জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত চলছে। 

মাথিয়াসের আইনজীবী ইয়াসিন বুজরো তার মক্কেলকে নির্দোষ দাবি করেছেন। ফরাসি ব্রডকাস্টার বিএফএমটিভিকে তিনি বলেছেন, তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবেন। +
৩২ বছর বয়সী মাথিয়াস পগবা গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় পল পগবা সম্পর্কে বিস্ফোরক তথ্য উন্মোচনের ঘোষণা দিয়েছিলেন।

২৯ বছর বয়সী পগবা বলেছিলেন, তিনি একটি সংঘবদ্ধ চক্রের কাছ থেকে চাঁদাবাজি ও হুমকির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। ওই চক্রে তার ভাই মাথিয়াসও জড়িত। এরপর এই মাসের শুরুর দিকে ফরাসি প্রসিকিউটররা একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করে।

গত ১৬ জুলাই পগবা তুরিনের প্রসিকিউটরদের কাছে একটি অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, তার কাছে ১ কোটি ৩০ লাখ ইউরো চাঁদা দাবি করা হয়েছিল।

ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য পগবা গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফ্রি ট্রান্সফারে ইউভেন্তুসে যোগ দেন। হাঁটুতে অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে আছে তিনি।

মাথিয়াস পগবাও পেশাদার ফুটবলার। জাতীয় দলে তিনি খেলেছেন জন্মভূমি গিনির হয়ে। ইউরোপের কয়েকটি ক্লাবেও খেলেছেন তিনি।

news