নেপালের বিপক্ষে জিতেও ছিটকে পড়লো বাংলাদেশ

স্বপ্ন দেখেও মূল লক্ষে যেতে পাড়লো না বাংলাদেশের যুবারা। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে নেপালকে হারিয়েও গোলের ব্যবধানে কপাল পুড়েছে তাদের। ফলে বি গ্রুপ থেকে মূলপর্বের টিকিট পেয়েছে কাতার যুব দল। তবে স্বাগতিক উজবেকিস্তান আগেই মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে রেখেছে। 

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে খেলার লক্ষ্যে দারুণ শুরু করে বাংলাদেশ। শক্তিশালী বাহরাইনকে রুখে দেয় বাংলাদেশের যুবারা। গোলশূন্য ড্র করে। পরে ভুটানকে ২-১ ব্যবধানে হারায়। নেপালকে হারাতে পারলে লক্ষ্য পূরণ হবে আশায় ছিলেন পাপ্পু ও তার দল। সেই লক্ষ্যে নেপালকে ৩-০ গোলে হারায় তারা। নেপালের বিপক্ষে জিতেও ছিটকে পড়লো বাংলাদেশ।
 
কাতার যুবারা ৪ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে সরাসরি মূল পর্বে উঠে যায়।  সমান ৭ পয়েন্ট বাংলাদেশ ও বাহরাইনের।  তবে গোলের ব্যবধানে এগিয়ে থেকে রানার্সআপ হয়েছে বাহারাইন।

বাংলাদেশ ও বাহারাইন দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে, নিজেদের মুখোমুখি লড়াইয়ে ড্র করেছে।  দু দলই হেরেছে কাতারের কাছে। এই ৪ ম্যাচে ৫ গোল দিয়ে ৪টি হজম করেছে বাংলাদেশ। ফলে ১ গোলেল ব্যবধানে পিছে পড়ে বাংলাদেশ। 

অন্যদিকে ৮ গোল দিয়ে ৩ গোল হজম করায় ৫ গোল ব্যবধান নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়েছে বাহরাইন। ফলে তৃতীয় হওয়ায় সেরা অন্য ৯ গ্রুপের রানার্সআপ দলগুলোর সঙ্গে কোনো বিবেচনায়ই আসেনি বাংলাদেশ।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে এখন পর্যন্ত ৯ টি গ্রুপের খেলা শেষ হয়েছে। এই ৯ গ্রুপে চ্যাম্পিয়ন হিসেবে মূল আসরের টিকিট পেয়েছে সৌদি আরব, কাতার, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ওমান, ইরান, উজবেকিস্তান ও তাজিকিস্তান।

news