৭০০ গোলের ম্যাজিক ফিগারে রোনাল্ডো, সবাইকে ছাপিয়ে ইতিহাস পর্তুগিজ সুপারস্টারের

কী বলা যেতে পারে, মহামানব নাকি ফুটবলের দেবতা? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এমন এক গ্রহে চলে গেলেন, যেখানে তিনিই সবার সেরা। ৭০০ ক্লাব (700 Goals) গোলের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন সিআর সেভেন। বিশ্ব ফুটবলে এমন নজির কারোর নেই। রোনাল্ডো চলে গেলেন ধরাছোঁয়ার বাইরে।

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে এভারটনের বিপক্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে গোল করে এই মহাকীর্তি গড়েছেন পর্তুগিজ সুপারস্টার।

ম্যাচে তখন ১-১ গোলে সমতা চলছে। ৪৪ মিনিটে প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ কাসেমিরোর পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

এবারের প্রিমিয়ার লিগে সাত ম্যাচে রোনাল্ডোর প্রথম গোল এটি, আর চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে ১০ ম্যাচে দ্বিতীয় গোল।

৩৭ বছর বয়সী এই মহাতারকা ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন ৯৪৫টি ম্যাচে। ৬৯১ গোল করে লিওনেল মেসি এর পরেই রয়েছেন। খুব বেশি নেই মেসিও সাতশো গোলের ক্লাবে নাম লেখাবেন।


রোনাল্ডো প্রথম গোলটি করেছিলেন স্পোর্টিং লিসবনের হয়ে। সেই গোলের ২০ বছর ২ দিন পরেই পৌঁছে গেলেন ৭০০ গোলের অনন্য নজিরে।

তাঁর এই ৭০০ গোলের ৫টি স্পোর্টিং লিসবনের জার্সিতে। এ ছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসের হয়ে ১০১ এবং ম্যান ইউনাইটেডের হয়ে ১৪৪টি গোল করেছেন তিনি।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news