বার্সেলোনা গোলের নেশায় রক্ষণভাগ সামলাতে ভুলে গিয়েছিল 

ইন্টার মিলানের বিরুদ্ধে অনেক চিন্তা-ভাবনার ম্যাচ খেলেছিলো টিম বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার এই লড়াই জিততে না পারলেও হেরে যায়নি তারা।

হেরে গেলেই বিদায়-ইন্টার মিলানের বিপক্ষে এমন সমীকরণে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে জাভি হার্নান্দেজের দল। কাক্সিক্ষত গোলও মিলে যায় প্রথমার্ধে। কিন্তু রক্ষণের দুই মারাত্মক ভুলে এক পর্যায়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। 

শেষ পর্যন্ত কোনোমতে ড্র করলেও নিজেদের পারফরম্যান্সে হতাশ রবের্ত লেভানদোভস্কি। আত্মসমালোচনায় তারকা এই স্ট্রাইকার বললেন, অতি আক্রমণাত্মক হতে গিয়ে ঘর সামলাতে ভুলে গিয়েছিলেন তারা। 

চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপে ক্যাম্প ন্যুয়ে গত বুধবারের ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে। রোমাঞ্চে ঠাসা দ্বিতীয়ার্ধে ইন্টার দুই দফা এগিয়ে যাওয়ার পর লেভানদোভস্কির জোড়া গোলে হার এড়ায় জাভির দল।  
লেভানদোভস্কি নিজের কাজটা ঠিকঠাক করলেও তার সতীর্থ ডিফেন্ডাররা সেটা করতে পারেননি। রক্ষণের ভুলে প্রথম গোল হজমের পর ২-২ সমতায় থাকা অবস্থায় আরেকটি গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাতে থাকে বার্সেলোনা। তখনই দলটির রক্ষণভাগের আরেক ভুলে ইন্টারকে এগিয়ে দেন রবিন গোসেন্স। যোগ করা সময়ে সমতা টানেন লেভানদোভস্কি। 

ম্যাচের পর মুভিস্টার প্লাসের সঙ্গে আলাপচারিতায় লেভানদোভস্কির কণ্ঠে ফুটে ওঠে হতাশা।  আমরা এত বেশি গোল করতে চেয়েছিলাম যে রক্ষণ সামলানোর কথা ভুলেই গিয়েছিলাম। ইন্টার খুব সহজে গোল পর্যন্ত চলে গেছে। গত কয়েক সপ্তাহে আমাদের অনেক খেলোয়াড় চোটেও পড়েছে এবং সবসময় দল পরিবর্তন করা সহজ নয়। আমাদের স্থিতিশীলতার অভাব রয়েছে। আর এতেই হয়তো পরিস্থিতি কেমন, তা বোঝা যায়। লেভানদোভস্কি মনে করেন, রক্ষণ ও আক্রমণের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারেননি তারা। 

news