বিশ্বকাপের আগেই জেলে যেতে পারেন নেমার! বড় বিতর্কে ব্রাজিল মহাতারকা


কাতার বিশ্বকাপের (Qatar World Cup) আগে মহাসঙ্কটে পড়লেন ব্রাজিলের (Brazil) সুপারস্টার নেমার (Neymar Brazil)। তিনি বড় বিতর্কে ফেঁসে গিয়েছেন। ২০১৩ সালে ব্রাজিলের নামী ক্লাব সান্টোস থেকে বার্সেলোনায় আসার সময় তিনি বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছিলেন।  তার জন্য আগামী সপ্তাহেই স্পেনের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে নেমারকে।

ব্রাজিলের ইনভেস্টমেন্ট ফার্ম ডিআইএস বিবৃতি দিয়েছে, তারা নেমারের ৫ বছরের কারাদণ্ডের শাস্তির আবেদন করবে। শুধু নেমারই নন, তাঁর সঙ্গে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে বার্সেলোনাকেও।
বুমরার বিকল্প শামিই, টি ২০ বিশ্বকাপের সংসারে পা পড়ছে নামী পেসারের

বার্সার তৎকালীন দুই সভাপতি হোসে মারিয়া বার্তেম্যু এবং সান্দ্রো রোসেলকে এই মামলায় আদালতে হাজিরা দিতে হবে। তাঁদের সঙ্গে আদালতে আসতে হবে স্যান্টোসের তৎকালীন সভাপতি ওদিলিও রদ্রিগেজকেও।
মামলাকারী ইনভেস্টমেন্ট কোম্পানি ডিআইএস-র মূল অভিযোগ, নেমার যখন স্যান্টোসে ছিলেন তখন তাঁর স্বত্বের ৪০ শতাংশের মালিক ছিল তারা। কিন্তু বার্সেলোনায় আসার সময় নেমারের স্বত্বের মালিকানার সেই ৪০ ভাগের সঠিক অর্থ পায়নি ডিআইএস। সবসময় নেমার তাদের চুক্তির অঙ্ক জানাতে চায়নি, যা কখনই সঠিক নিয়ম নয়।

কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের মূল স্বপ্ন আবতির্ত হচ্ছে নেমারকে কেন্দ্র করে। বিশ্বকাপের আগে এই সম্পর্কিত অভিযোগ অস্বীকার করেছেন নেমার। ২০১৭ সালে একবার তাঁর আবেদন খারিজ করে স্প্যানিশ হাইকোর্ট। এরপরই এই অভিযোগ সম্পর্কে ট্রায়াল আয়োজনের কথা ঘোষণা করে আদালত।

নেমারের আইনজীবী বেকার ম্যাকেঞ্জি জানিয়েছেন, তারা স্প্যানিশ আদালতের কাছে আবেদন জানাবেন, নেমারের কাছে প্রয়োজনীয় সব তথ্যাদিই আছে। সময়মতো তিনি সেটি আদালতে পেশ করবেন।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news