বিশ্বকাপ ফুটবলে প্রথমবার তিন নারী রেফারি

২০২২ কাতার বিশ্বকাপে দায়িত্ব পাওয়া ৩৬ জন মূল রেফারির প্যানেলে আছেন তিনজন করে নারী রেফারি ও সহকারী রেফারি। এ তিন নারী রেফারি হলেন ফরাসি স্টেফানি ফ্র্যাপা, রুয়ান্ডার সেলিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমা ইয়ামাশিতা।- 

সহকারী রেফারি হিসেবে আছেন ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন নেসবিট। কাতার বিশ্বকাপ দিয়ে ইতিহাসে নাম লেখাবেন এ তিন নারী রেফারি। প্রথমবারের পুরুষ ফুটবল বিশ্বকাপে নারী রেফারি দায়িত্ব পালন করবেন।

নারীদের বিশ্বকাপের মত বড় আসরে ম্যাচ পরিচালনার সুযোগ করে দেওয়ার পর ফিফা রেফারি কমিটির প্রধান পিয়ারলুইজি কলিনা বলেছেন, এখানে আমরা স্পষ্টভাবে একটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছি, সেটা হলো যোগ্যতা। এখানে নারী-পুরুষ আলাদা কোন মুখ্য বিষয় নয়।

৩৮ বছর বয়সী ফরাসি স্টিফেনি ফ্র্যাপার্ট ইউরোপে শীর্ষ পর্যায়ে রেফারিং করে যে পরিমান প্রশংসা কুড়িয়েছেন তাতে বিশ্বকাপে তার সুযোগ পাওয়া ছিলো সময়ের ব্যপার মাত্র। ২০১৯ সালে ফরাসি লিগ ওয়ানে প্রথম নারী হিসেবে ফ্র্যাপার্ট ম্যাচ পরিচালনা করেন। একই বছর ঘরের মাঠে নারী বিশ্বকাপের দায়িত্বও পালন করেন তিনি।

২০১৯ সালে লিভারপুল বনাম চেলসির মধ্যকার উয়েফা সুপার কাপের ফাইনাল ম্যাচটিতে রেফারি হিসেবে ছিলেন ফ্র্যাপার্ট। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগ ও গত মৌসুমে ফরাসি কাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন ফ্রান্সের এই রেফারি

news