এবার উরুগুয়েকে আটকে দিলো দক্ষিণ কোরিয়া

এবারের বিশ্বকাপে সৌদি আরব-আর্জেন্টিনা ম্যাচ দিয়ে অঘটনের শুরু। এশিয়ান দলগুলোর কাছে রীতিমতো হোচট খাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনাকে সৌদি হারিয়ে দেওয়ার পর জার্মানিকে একইভাবে হারিয়ে দেয় জাপান। আজ দক্ষিণ কোরিয়া পরপর দুইবার চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারাতে না পারলেও তাদেরকে ড্রয়ে মাঠ ছাড়তে বাধ্য করে।

শুরু থেকেই উভয় দল সমানতালে লড়েছিলো। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে উঠে। ম্যাচ ড্রয়ের জন্য উরুগুয়ে খানিকটা ভাগ্যকেও দুষতে পারে। ম্যাচের ৮৮ মিনিটে উরুগুয়ের একটি শট ক্রসবারে না লাগলে গোল হতে পারতো। শেষদিকে দক্ষিণ কোরিয়াও বেশ কয়েকবার আক্রমনে গিয়েছিলো। তবে উরুগুয়ের রক্ষণে সেটা প্রতিহত হওয়ায় তারা গোলের দেখা পায়নি।

অতিরিক্ত ৭ মিনিট সময়ে উরুগুয়েকে চাপে রাখলেও কারো কোনো গোল হয়নি। ফলে উভয় দল গোলশুন্য ড্রয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়।


এনবিএস/ওডি/সি

news