সাদা ও লাল বলে আলাদা কোচের ভাবনা নেই বিসিবির

শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট করে টি-টোয়েন্টিতে ভিন্ন কোচের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। তবে সাদা বলের দুই সংস্করণে একই কোচিং স্টাফের পরিকল্পনা এখনও নেই বিসিবির। ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স স্থিতিশীল বলে এখানে ভিন্ন কিছু করতে চান না বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

আলাদা কোচিং স্টাফ নিয়ে গত কিছুদিনে টেস্ট ক্রিকেটে আগ্রাসী ঘরানার ক্রিকেট খেলে নজর কেড়েছে ইংল্যান্ড, কদিন আগে তারা জিতে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আধুনিক ক্রিকেটে সাদা ও লাল বলে আলাদা কোচিং স্টাফের প্রয়োজনীয়তা কিংবা কার্যকারিতা নিয়ে আলোচনা চলছে আরও আগে থেকেই। বেশ কিছু দলই নানা সময়ে এই পথ বেছে নিয়েছে। এবার ইংলিশদের সাফল্যের পর সেই আলোচনার পালে লেগেছে জোর হাওয়া।

বাংলাদেশ শুধু টি-টোয়েন্টির জন্য গত আগস্টে নিয়োগ দেয় শ্রীরামকে। তার পদবি টেকনিক্যাল কানসালটেন্ট হলেও মূল কাজ ছিল প্রধান কোচেরই। বিশ্বকাপ দিয়ে তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে বিসিবির। সামনে তাকে আবার আনা হবে কিনা বা পাওয়া যাবে কিনা, সেই উত্তর সময়ের হাতে তোলা। আলাদা কোচের পথ থেকে যে বোর্ড সরবে না, তা বিসিবি কর্তারা বেশ কবারই বলেছেন নানা সময়ে।

টি-টোয়েন্টির সেই পথে ওয়ানডেও জুড়ে যাবে কিনা, সেটিও এখন কৌতূহল জাগানিয়া প্রসঙ্গ। ওয়ানডে ক্রিকেট যেভাবে বদলে যাচ্ছে, সেখানে এখন টি-টোয়েন্টির গতি ও মানসিকতাই দেখা যায় বেশি। আপন করে নেবে কিনা, সেই প্রশ্ন উঠল বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ক্রিকেট লিগের একদিনের ম্যাচের সংস্করণের ফাইনাল শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হভে বিসিবি সভাপতি বললেন, ওয়ানডে নিয়ে আপাতত পরীক্ষা-নীরিক্ষার ভাবনা নেই তাদের।

এনবিএস/ওডে/সি

news