মেসি রাঁধে আবার ফুটবলও খেলে মেসি

ফুটবলই তার প্রথম ভালোবাসা। ভালোবাসেন স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরে বেড়াতে। আরো একটি কাজ করতে ভালোবাসেন লিওনেল মেসির রান্না করা। মাঝেমধ্যেই শখের বশে পরিবারের সদস্যদের জন্য রান্নাও করেন আর্জেন্টাইন সুপারস্টার। রান্না করেন বন্ধুদের সঙ্গে নানা পার্টিতেও।

রান্না করার এই শখটা মেসি দেখাচ্ছেন কাতারেও। মেক্সিকোর বিপক্ষে জয়ের পর যেমন আর্জেন্টিনার পুরো দলকে গরুর মাংস রান্না করে খাইয়েছেন মেসি।

আগেই জানা গেছে, আর্জেন্টিনা দল দেশ থেকে ৯০০ কেজি গরুর মাংস নিয়ে এসেছে কাতারে। গরুর মাংসের তৈরি নানা পদ আর্জেন্টাইনদের খুবই পছন্দ।

মেক্সিকোর সঙ্গে জয়ের পর মেসি তাই সতীর্থদের জন্য গরুর মাংসের বারবিকিউ রান্না করেছিলেন।

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর মহা চাপে পড়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কাতারে এসে শুরুতেই হারের ধাক্কায় মেসিরাও খুব হতাশ ছিলেন। মেক্সিকোর বিপক্ষে পাওয়া জয় সেই হতাশা মুছে দিয়ে মেসি এবং তার দলে হাসি ফুটিয়েছে।

দলে ফিরে এসেছে আত্মবিশ্বাস। সেই আনন্দেই জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে খালি গায়ে নৃত্য করেন মেসি। সেই খবর আগেই জানা গেছে।

এবার জানা গেল ড্রেসিংরুমের আনন্দ-নৃত্য সেরে কাতারে নিজেদের আবাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ফিরে মেসি লেগে যান গরুর মাংস রান্নার কাজে।

পরে নিজের রান্না করা সেই গরুর মাংস দিয়ে সতীর্থদের বসে আনন্দ করে খেয়েছেন। কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে মেসির এই রান্নার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এনবিএস/ওডে/সি

news