মেসির কাছে ক্ষমা চাইলেন ক্যানেলো আলভারেজ

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের পর থেকে বেশ আলোচনায় ছিলেন মেক্সিকোর বক্সিং তারকা ক্যানেলো আলভারেজ। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর মেক্সিকোর জার্সি অবমাননার জন্য লিওনেল মেসির ওপর বেশ ক্ষেপেছিলেন এই বক্সার। আর এতেই  ফুটবল অনুরাগীদের রোষানলে পড়েন ক্যানেলো আলভারেজ। তবে অবশেষে মেসির কাছে ক্ষমা চেয়েছেন ক্যানেলো আলভারেজ। এই নিয়ে দেশ ও দেশের বাইরের ফুটবল প্রেমীদের রোষানলের মুখে পড়েন ক্যানেলো। পরে নিজের ভুল বুঝতে পেরে মেসির কাছে ক্ষমা চেয়েছেন এই বক্সার।

বুধবার ৩২ বছর বয়সী মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ তার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অ্যাকাউন্টে এক টুইটের মাধ্যমে লিওনেল মেসির কাছে ক্ষমা চেয়েছেন। যেখানে ক্যানেলো লিখেছেন, শেষ কয়েকটি দিন আমি আমার দেশের জন্য ভালোবাসা এবং আবেগ অনুভূত করেছিলাম এবং একটি মন্তব্য করেছিলাম যা ছড়িয়ে পড়ে সবখানে। আমি আমার ভুলের জন্য মেসি এবং আর্জেন্টিনার কাছে ক্ষমা চাচ্ছি। প্রত্যেকদিনই আমরা নতুন কিছু শিখি। এবার আমিও নতুন কিছু শিখলাম।

ক্যানেলো দাবি করেছিলেন, আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে জয়ের পর ড্রেসিং রুমে নেচে-গেয়ে আনন্দ করার সময় মেক্সিকোর জার্সি এবং পতাকাকে অবমাননা করেছেন মেসি। এজন্য মেসির এমন কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করেছিলেন তিনি। পরে ড্রেসিং রুমের এমন ঘটনার বিষয়ে মুখ খোলেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো ও সাবেক স্পেনের খেলোয়াড় ফাবার্গেস। তারা ড্রেসিং রুমের পরিবেশ সম্পর্কে ক্যানেলোকে অবহিত করেন। এমনকি নিজ দেশ মেক্সিকোর ফুটবলাররাও তার সমালোচনা করছিলেন করেন। শেষমেশ নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি।

এনবিএস/ওডে/সি

news