গোল শূন্য থেকেই প্রথমার্ধ শেষ করলো ব্রাজিল-ক্যামেরুন

গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে স্কোয়াডে বড় পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সেলেসাওরা। ব্রাজিলিয়ান কোচ তিতে বেঞ্চ পরীক্ষা করতেই বেছে নিয়েছেন ক্যামেরুনকে। তবে প্রথমার্ধ খুব একটা সুখের হলোনা ব্রাজিলের, আক্রমনেও বড় কোন চমক দেখাতে পারেনি ল্যাটিন আমেরিকার দলটি। আপাতত গোলশূন্য থেকেই বিরতিতে গেছে দল দুটি।

সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে সেলেকাওরা জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষে। নিশ্চিত হয়ে আছে শেষ ষোলো। ক্যামেরুন সার্বিয়ার সমান মাত্র এক পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তিনে। সুইজারল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে। শেষ ষোলোতে ওঠার সুযোগ এখনও আছে ক্যামেরুনের। এজন্য জিততে হবে এবং চাইতে হবে সুইজারল্যান্ডের হার। তখন সার্বিয়া ও ক্যামেরুনের সমান চার পয়েন্ট হবে এবং গোল ব্যবধানে চূড়ান্ত হবে ব্রাজিলের সঙ্গে কে যাচ্ছে পরের ধাপে।

২০১৪ সালে গ্রুপ ম্যাচে ক্যামেরুনের সাথে দেখা হয়েছিল ব্রাজিলের। যেখানে নেইমারের জোড়া গোলে ব্রাজিল ৪-১ গোলে জিতেছিল। এবার দলের প্রাণভোমরা নেই, তবে বড় ব্যবধানে জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে মুখিয়ে ব্রাজিল।

এনবিএস/ওডে/সি

news