বিশ্বকাপের নকআউট পর্বে মঙ্গলবার স্পেন ও মরক্কো মুখোমুখি

 মরোক্কোকে হালকা করে দেখার সুযোগ নেই ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের কাছে। বড় আসরে দুই দলের একবারই সাক্ষাত হয়েছে। তাও আবার ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে। সেবার গ্রুপ পর্বে উভয় দলের ম্যাচটি ড্র হয়। এবারের লড়াইটা নকআউটে, তাই বিকল্প ভাবনার সুযোগ নেই। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে স্পেন ও মরক্কো।

স্পেন ও মরক্কোর প্রথম দেখা ১৯৬১ সালে। এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে দল দুটি খেলেছে তিনটি ম্যাচ। যেখানে দুটিতে জয় স্পেনের, আরেকটি ড্র। চলতি বছরের গত সেপ্টেম্বরে মরক্কো দলের দায়িত্ব নেন ওয়ালিদ রেগরাগি। তার কোচিংয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে অপরাজিত আফ্রিকার দলটি। এখন পর্যন্ত কেবল একটি গোল হজম করেছে তারা। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে কানাডার বিপক্ষে। ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপে শেষ ষোলোয় উঠতে পেরেছে মরক্কো। এই প্রথম কোনো আরব কোচ কোনো দলকে নকআউট পর্বে তুলতে সক্ষম হলেন।

২০১৮ সালে রাশিয়া আসরে শেষ ষোলো থেকে স্পেন বিদায় নেওয়ার পর দলটির দায়িত্ব নেন লুইস এনরিকে। পরে ২০১৯ সালের জুনে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান তিনি। চার মাস পর আবারও কোচ হিসেবে ফেরেন সাবেক বার্সেলোনা কোচ। ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এনরিকের কোচিংয়ে সেমিফাইনাল খেলে স্পেন। পরে উয়েফা নেশন্স লিগে ফাইনাল খেলে দলটি। যদিও হেরে যায় ফ্রান্সের কাছে।

এখন পর্যন্ত একবার বিশ্বকাপ জিতেছে স্পেন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা আসরের ফাইনালে নেদারল্যান্ডসকে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে হারায় স্প্যানিশরা। এছাড়াও স্পেনের অর্জনের ঝুলিতে আছে ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি। ১৯৩৪ সালে বিশ্ব মঞ্চে অভিষেকেই কোয়ার্টার-ফাইনালে খেলে স্পেন। সব মিলিয়ে ষোড়শ বিশ্বকাপে খেলছে সাবেক চ্যাম্পিয়নরা।

মরক্কোর বিশ্বকাপ অভিষেক ১৯৭০ সালে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করেছিল তারা, ১৯৮৬ আসরে। ১৯৯৮ সালে স্কটল্যান্ডকে হারানোর পর বিশ্বকাপে মরক্কোর প্রথম জয় এসেছে এবারের আসরে, গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে। বিশ্বকাপে টানা দ্বিতীয়বার দেখা হতে যাচ্ছে স্পেন ও মরক্কোর।

এনবিএস/ওডে/সি

news