পারলে এমবাপ্পেকে ঠেকিয়ে দেখাও: ইউসুফ ফোফানা

ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পেকে আটকানোর কোনো উপায়ই খুঁজে পাচ্ছে না প্রতিপক্ষ। কেউ কেউ মনে করছেন কাজটা করতে পারবেন কেবল কাইল ওয়াকার। এই ইংলিশ ডিফেন্ডার নিজেও আত্মবিশ্বাসী। তাকে কাজটা করে দেখানোর চ্যালেঞ্জ দিলেন ফরাসি মিডফিল্ডার ইউসুফ ফোফানা।

গতি, স্কিল ও কার্যকারিতা মিলিয়ে এই মুহূর্তে এমবাপ্পের মতো কমপ্লিট ফুটবলার আছেন খুব কমই। ক্লাব বা জাতীয় দল যেখানেই হোক না কেন, ফরাসি ফরোয়ার্ড সব জায়গাতেই আছেন দুর্দান্ত ছন্দে। ফোফানা মনে করেন, তাকে থামাতে ওয়াকারকে এমন কিছু করে দেখাতে হবে যা আগে কেউই পারেনি।

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী শনিবার মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। এই ম্যাচের আগে ঘুরেফিরে আলোচনায় উঠে আসছে এমবাপ্পের নাম। আর হবেই বা না কেন, সময়ের সেরা ফুটবলারদের একজন এই পিএসজি তারকা যে আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত আসরে সর্বোচ্চ পাঁচ গোল করে শিরোপাধারীদের টানছেন সামনে থেকে।

১৯৬৬ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপ জেতা ইংল্যান্ডে সেমিফাইনালে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হতে পারেন এমবাপ্পেই। কেবল বিশ্বকাপেই নয়, ক্লাব ফুটবলেও চলতি মৌসুমে দারুণ খেলছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। বৈশ্বিক আসরের বিরতির আগ পর্যন্ত লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোল তার।

ফরাসি মিডফিল্ডার ফোফানা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, অপ্রতিরোধ্য এমবাপ্পের উপর আস্থা রাখছেন তারা।

এনবিএস/ওডে/সি

news