ফাইনালে খেলতে নেমে দুটি রেকর্ড গড়লেন লিওনেল মেসি

 বিশ্বকাপ ফাইনালে রোববার রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ফ্রান্স। এদিন ম্যাচটি মেসির জন্য ছিলো খুবই গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় মেসি বেশ কয়েকটি রেকর্ড করতে যাচ্ছেন।

বিশ্বকাপের ফাইনালে অংশগ্রহণের মধ্য দিয়েই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন মেসি। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেললেন তিনি। সমান ম্যাচ খেলেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউজ। রোববার ফ্রান্সের বিপক্ষে ফাইনালে মাঠে মেসি বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন।

মেসি ফাইনালে মাত্র ৩৪ মিনিট খেললেই ভাঙবেন আরো একটি রেকর্ড। মেসি এখন পর্যন্ত বিশ্বকাপে খেলেছেন ২ হাজার ১৯৪ মিনিট। মেসির আগে আছেন ইতালির ফুটবলার পাওলো মালদিনি। তিনি খেলেছেন ২ হাজার ২২৭ মিনিট।

স/ওডে/সি

news