চ্যাম্পিয়নের জার্সি গায়ে জড়িয়ে খেলা চালিয়ে যেতে চান মেসি

 লিওনেল মেসির জীবনে অপূর্ণতা বলতে ছিল কেবল একটি ফিফা বিশ্বকাপ শিরোপা। কাতারের লুসাইল স্টেডিয়ামে সে আক্ষেপও পূরণ হয়ে গেছে আর্জেন্টাইন তারকার।

রোববার (১৮ ডিসেম্বর) মেসির হাত ধরে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ট্রফি উপহার দেন মেসি। কাতার বিশ্বকাপে ফাইনালে ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে শেষ হলে টাইব্রেকারে আলবিসিলেস্তেরা ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে দেয়।

শিরোপা জেতার পর নিজের অবসর ভাবনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মেসি। নিজের ফুটবল ক্যারিয়ারে সবকিছু পাওয়া হয়ে গেলেও এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চান না বলেই স্বদেশি সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে  জানান মেসি।

তিন যুগ পর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এ তারকা বলেন, ‘ বিশ্বকাপ দিয়েই আমি আমার ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলাম। আমার আর অন্য কিছু চাওয়ার নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তিনি আমাকে সবকিছুই দিয়েছেন। বিশ্বকাপ জয়ের মাধ্যমে ক্যারিয়ার শেষ করতে পারাটা অত্যন্ত আনন্দের। এর পর আর কী থাকবে? আমি কোপা আমেরিকা জিতেছি। শেষ সময়ে এসে বিশ্বকাপ জিতেছি।’

মেসি যোগ করেন, ‘আমি ফুটবল ভালোবাসি। জাতীয় দলে বর্তমান সদস্যদের সঙ্গে থাকাটাকে উপভোগ করছি। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আরও কয়েকটা দিন এ দলটার সঙ্গে কাটাতে চাই।’

লুসাইল স্টেডিয়ামে নিজের সবচেয়ে বড় স্বপ্নটি অর্জন করেছেন জানিয়ে মেসি তার বিশ্বকাপ ট্রফিটি আর্জেন্টিনার মানুষের উদ্দেশে উৎসর্গ করেন।

১৯৮৭ সালে জন্ম নেয়া মেসি তার  ফুটবল ক্যারিয়ারে কোনো কিছুই অপূর্ণ রাখেননি। সাতবার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে জিতেছেন ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে দুবার জিতেছেন গোল্ডেন বল। প্রথমবার ২০১৪ সালে জার্মানির বিপক্ষে স্বপ্নভঙ্গের আসরে। আর দ্বিতীয়টি চলতি বিশ্বকাপে স্বপ্নপূরণের আসরে।

আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে সর্বোচ্চ সাফল্য ফিফা বিশ্বকাপের আগে জিতেছেন কোপা আমেরিকা ও ফিনালিসিমার ট্রফি। ক্লাব ক্যারিয়ারে চার বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ছাড়াও জিতেছেন সম্ভাব্য সব ট্রফি।

বিএস/ওডে/সি

 

news