প্রথমবার আইপিএলের এক আসরে ডাক পেলেন ৩ বাংলাদেশি ক্রিকেটার

বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগের আইপিএল এক আসরে প্রথমবার খেলার সুযোগ পাচ্ছেন।

আগেরবারের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেই থাকছেন মুস্তাফিজ। গত শুক্রবার (২৩ ডিসেম্বর) ভারতের কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামে দল পেয়েছেন সাকিব ও লিটন। এক মৌসুম পরই আবারও আইপিএলে দল পেলেন সাকিব আল হাসান। এবার তার সঙ্গে যোগ হয়েছেন আরেক ব্যাটার লিটন দাস। দুজনকে তাদের ভিত্তিমূল্যে কিনে নিয়েছে ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রথমে অবিক্রীত থাকলেও পরে শেষবেলায় দুজনকেই কিনে নেয় শাহরুখ খানের দল। বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলবেন লিটন।

সাকিব আল হাসানের আইপিএলের গত মৌসুম খেলার সুযোগ হয়নি। এনিয়ে হাজারো প্রশ্ন উঠেছিলো নানা দিকে। এবার ক্রিকেট মাঠের নবাব ফিরলেন ঠিকই, নিলামের শেষ বেলায়। কেকেআরে তার সঙ্গী সাদা পোশাকের ডেপুটি লিটন দাস।

গত শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল থেকেই অপেক্ষা ছিল কখন নিলামে ডাক উঠবে বাংলাদেশি ক্রিকেটারদের। কিন্তু শুরুতে মন খারাপ করে দিয়ে অবিক্রীত থেকে যান সবাই।

সাকিব,লিটন,আফিফ ও তাসকিনের প্রতি আগ্রহ দেখায়নি কেউই। কিন্তু শেষ বেলায় ঘুরে যায় ভাগ্যের চাকা। আবারও ডাক পড়ে লিটন দাসের। এবার তার ভিত্তি মূল্য ৫০ লাখ রূপিতেই তাকে দলে নেয় কেকেআর। বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ এলো তার সামনে।

তখনই আবারও কানাঘুষা, লিটনের সঙ্গী কি হতে পারবেন সাকিব? এবার আর নিরাশ হতে হলো না বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। দ্বিতীয় ডাকে সেই কেকেআরই আগ্রহ দেখালো বিশ্ব সেরা অলরাউন্ডারকে নিয়ে। ভিত্তিমূল্য দেড় কোটি রূপিতে তাকে টেনে নিলো নিজেদের দলে। মুস্তাফিজকে আগেরবারই দলে ধরে রেখেছিলো দিল্লি ক্যাপিটালস।

এনবিএস/ওডে/সি

news