৮ম ঢাকা ব্যাংক লিমিটেড বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

 টুর্নামেন্টের পুরস্কার বিতরণী শনিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৬৫ জন বীর মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে লেফটেন্যান্ট জেনারেল এম. হারুন-অর-রশিদ, বীর প্রতীক (অবঃ) বক্তব্য রাখেন। এরপর সেনাবাহিনী প্রধান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় পাঁচটি ক্যাটাগরীতে দেশি ও বিদেশী খেলোয়াড়সহ সর্বমোট ৭৯১ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে মেজর সুলতান মেহেদী রহিম চ্যাম্পিয়ন এবং ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির (অব.)  ভ্যাটারান উইনার ও লেঃ কর্নেল মোঃ মাহফুজ হোসেন (অব.) সিনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এছাড়াও মিসেস নিলা আজিজ লেডি উইনার ও মাস্টার ইমমাদ বিন আরমান জুনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে এ্যাডজুটেন্ট জেনারেল এবং আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান এবং ঢাকা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার উপস্থিত ছিলেন।

এনবিএস/ওডে/সি

news