মিরপুরে মিরাজ ঝড়, ধুঁকছে ভারত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনের খেলা শুরু হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের লক্ষ্য ১৪৫ রান। ৪ উইকেটে ৪৫ রান নিয়ে রোববার ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতেই বল হাতে বাংলাদেশকে সাফল্য এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান।

আগের দিনের অপরাজিত থাকা ‘নাইটওয়াচ ম্যান’ জয়দেব উনাদকাটকে এলবিডবিøউয়ের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। দলীয় সংগ্রহ তখন ৫৬। উনাদকাটের বিদায়ের পর উইকেটে আসেন ঋষভ পন্থ। এই মারকুটে উইকেটরক্ষক-ব্যাটারও টিকতে পারেনি বেশিক্ষণ। ৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি।

এরপর ৩৪ রান করা অক্ষর প্যাটেলকে বোল্ড করে দেন মিরাজ। এখন পর্যন্ত ২৯ রানে ৫ উইকেট নিয়েছেন এই অফস্পিনার।  প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ৭ উইকেটে ৯৬ রান। শ্রেয়াস আয়ার ১৬ ও রবিচন্দ্রন অশ্বিন ৮ রানে ব্যাট করছেন।

এনবিএস/ওডে/সি

news