বিশ্বকাপ ফাইনালের বিতর্ক থামছে না, মেসির গোল বৈধ নয়! পালটা দিলেন রেফারিও


 কাতারের বিশ্বকাপ ফাইনালের (World Cup Final) বিতর্ক যেন থামতেই চাইছে না। ঐতিহাসিক লুসেইল স্টেডিয়ামে (Lusail Stadium) গত ১৮ ডিসেম্বর ফাইনালে ফ্রান্স (France) হারার পরে নানা আলোচনা চলছে। যেহেতু তারা গতবারের চ্যাম্পিয়ন, সেই কারণে আরও বেশি কথা হচ্ছে।
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান শেষে আর্জেন্টিনা বিশ্বসেরা হয়েছে। ফাইনালে টাইব্রেকারে ফরাসি দলকে হারিয়ে বিজয় কেতন উড়েছে বুয়েনস আইরেসের রাস্তায়।
ফাইনালের পরে নানা ঘটনা নিয়ে বিতর্ক তোলা হয়েছে। সেই অভিযোগের বিপক্ষে প্রমাণসহ সাংবাদিকদের মুখোমুখি হলেন সেই ম্যাচের  পোলিশ রেফারি সাইমন মারচিনিয়াক। ফ্রান্সের নামী দৈনিক দ্য লেকুইপ লিখেছে, অতিরিক্ত সময়ে মেসির গোলটি বৈধ নয়। 
তাদের দাবি, মেসির ওই গোলের সময় আর্জেন্টিনার দুই বদলি ফুটবলার মাঠে প্রবেশ করেছিলেন। তাই মাঠে আর্জেন্টিনার মোট ফুটবলার ছিল ১৩ জন। সংবাদমাধ্যমটি লিখেছে, আর্জেন্টিনাকে গোল না দিয়ে ফ্রান্সকে ফ্রিকিক দেওয়া উচিত ছিল সেইসময়।
ফাইনালে দায়িত্ব পালন করা পোলিশ রেফারি এই নিয়ে বলেন, ‘‘ফরাসিরা এই ছবিটা নিয়ে কোনও কথা বলছে না। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, এমবাপের গোলের সময় সাতজন অতিরিক্ত ফুটবলারমাঠে ছিলেন। সেটিও তো তা হলে ভুল।’’
এদিকে, লুসেইলের ওই ফাইনাল ফের করার দাবি তুলেছেন দুই লক্ষের মতো মানুষ। তার মধ্যে বেশিরভাগই ফরাসি সমর্থক। গত রবিবারই ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ সমতায় ছিল। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে ফ্রান্স সমর্থকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।
এর মধ্যে আছে আর্জেন্টিনার প্রথম ও তৃতীয় গোল। ম্যাচের ২৩ মিনিটে রেফারি আর্জেন্টিনাকে একটি পেনাল্টি দেন, যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল।
দাবি তোলা হচ্ছে, ওসমান ডেম্বেলে বল আটকাতে গেলে দি মারিয়া যেভাবে পড়ে গিয়েছেন, সেটি পেনাল্টি দেওয়ার মতো ফাউল ছিল না।
এরপর ৩৬ মিনিটে দি মারিয়ার দ্বিতীয় গোলের আগে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হয়েছিলেন, রেফারি তা অগ্রাহ্য করে যান। ফাইনাল ম্যাচটিই পুনরায় আয়োজনের দাবি তুলেছে অনলাইনে পিটিশনের প্ল্যাটফর্ম মেসওপিনিয়নস। এই পিটিশনে গত শুক্রবার পর্যন্ত সই করেছেন ২ লক্ষের বেশি মানুষ। ৫ লক্ষ সই হলে সেটি ফিফার কাছে পাঠানো হবে।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news