শোয়েব আখতার প্রায় আমার পা ভেঙে দিয়েছিলে এবি ডিভিলিয়ার্সের

 বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই সেরা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স এবং শোয়েব আখতার। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ঘরোয়া ক্রিকেট বা ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মঞ্চ সব মঞ্চেই তারা একের পর এক গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করেছেন তারা। 

শোয়েব ক্রিকেট খেলাটা ছেড়েছেন দীর্ঘদিন। আর ডিভিলিয়ার্স ২০২১ মওশুম শেষেই নিয়েছেন অবসর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই দুই কিংবদন্তি মজার ছলে আড্ডায় মেতেছিলেন। সেখানেই শোয়েবের উদ্দেশ্যে এবিডির মজার ছলে মন্তব্য তুমি তো আমার পা-টাই ভেঙে দিয়েছিলে।

 প্রসঙ্গত ২০০২ সালে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে শোয়েব আন্তর্জাতিক ওয়ানডেতে দ্রুতগতির বলটি (১৬১ কিমি/ ঘণ্টা) রেকর্ড করিয়েছিলেন। সম্প্রতি শোয়েবের সেই বলকে মান্যতা দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা গিয়েছে ওয়াটসনকে অত্যন্ত দ্রুতগতির বাউন্সার বল করছেন। ওয়াটসনের জন্মদিনে পোস্ট করা সেই ভিডিওতে ওয়াটসন জানিয়েছেন জন্মদিন পালনের সেরা উপায়। কী গতিতেই না বল করছিল শোয়েব আখতার।

এমন আবহেই এবি ডিভিলিয়ার্স জানিয়েছেন শোয়েব আখতারকে খেলা এখনও তার কাছে আতঙ্ক। শুক্রবারেই এবি ডিভিলিয়ার্সের সেই টুইটের উত্তর দিয়ে শোয়েব জানিয়েছেন কাম অন এবি

news