স্পাইডার ক্যামেরার ধাক্কায় লুটিয়ে পড়লেন প্রোটিয়া পেসার নর্টি

মেলবোর্নে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন স্পাইডার ক্যামেরার ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়লেন প্রোটিয়া পেসার এনরিচ নর্টি।

সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতির পর ব্যাকওয়ার্ড-স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন নর্টি। অস্ট্রেলিয়া ইনিংসের ৪৭তম ওভার শেষে মাঠের স্পাইডার ক্যামেরার এক প্রান্ত দিয়ে আরেক প্রান্তে যাচ্ছিল।

ওই সময় বাউন্ডারি সীমানার দিকে হেঁটে যাচ্ছিলেন নর্টি। নর্টির বাঁ দিকের কাঁধে এসে আচমকাই ধাক্কা মারে সরকারি সম্প্রচারকারী সংস্থার একটি স্পাইডার ক্যামেরা। সাথে সাথে মাঠে লুটিয়ে পড়েন নর্টি।

তবে কোনো আঘাত না পেলেও অবাকই হয়েছেন তিনি। তারপর বিরক্তি প্রকাশ করে দু`হাত তুলে কিছুটা বলতে দেখা যায় নর্টিকে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।

ডেভিড ওয়ার্নারের ডাবল সেঞ্চুরিতে টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। ৭ উইকেট হাতে নিয়ে ১৯৭ রানে এগিয়ে অসিরা।

 শততম টেস্টে ২০০ রান করে আহত অবসর নিয়েছেন ওয়ার্নার। ইনিংসে ১৬ ওভার বল করে ৫০ রানে ১ উইকেট নিয়েছেন নর্টি। ৮৫ রান করা স্টিভেন স্মিথকে শিকার করেন নর্টি।

এনবিএস/ওডে/সি

news