কোচ হাজিমে মরিয়াসু ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জাপান দলের দায়িত্বে থাকবেন

কোচ হাজিমে মরিয়াসুর অধীনে কাতার বিশ্বকাপে  দুর্দান্ত খেলেছে জাপান। স্পেন-জার্মানিকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়ে নক আউটে পা দেয় এশিয়ার দেশটি। বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিলেও মরিয়াসুর ওপরই ভরসা রাখছে জাপান ফুটবল ফেডারেশন। তাঁর সঙ্গে বাড়িয়েছে চুক্তি।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জাপানের ডাগআউট সামলাবেন মরিয়াসু। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেশন। টানা দুটি বিশ্বকাপে জাপানের দায়িত্ব পালন করা প্রথম কোচ হতে যাচ্ছেন তিনি। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে বিশ্বকাপের ২৩তম আসর।

চুক্তি বৃদ্ধির পর মরিয়াসু বলেছেন, সত্যি এটা দারুণ সুখের কাজ। এটা এমন একটা কাজ যেটা আমাকে বিশ্ব মঞ্চে প্রতিযোগিতা করার সুযোগ করে দেয়। এ কারণেই আবারও চুক্তি বাড়িয়েছি।

২০১৮ সাল থেকে জাপানের দায়িত্বে আছেন মরিয়াসু। তার অধীনে ৬২ ম্যাচ খেলে ৪১টি জিতেছে। হার ১২টি এবং ড্র করেছে ৯টি ম্যাচে। কাতার বিশ্বকাপে বিস্ময়কর পারফরম্যান্স উপহার দেয় মরিয়াসুর দল। প্রথম ম্যাচেই চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা।
পরের ম্যাচে কোস্টারিকার কাছে ১-০ গোলে হেরে গেলেও গ্রুপের শেষ ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস রচনা করে। গ্রুপসেরা হয়ে নক আউটে যায় জাপান। শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে সমান তালে লড়াই করেও টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দেশটি।

এনবিএস/ওডে/সি

news