জানুয়ারির শুরুতে পিএসজিতে ফিরছেন মেসি

বিশ্বকাপের ব্যস্ততা শেষে বেশিরভাগ খেলোয়াড় এরই মধ্যে ফিরেছেন নিজ নিজ ক্লাবে। তবে এখনও ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা কবে নাগাদ পিএসজিতে ফিরবেন, তার একটি আভাস দিলেন কোচ ক্রিস্তফ গালতিয়ে।

ফরাসি ক্লাবটির কোচ মঙ্গলবার জানান, জানুয়ারির শুরুর দিকে দলের সঙ্গে যোগ দেবেন ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসি। তাকে বিশ্বকাপ জয় উদযাপনের জন্য আর্জেন্টিনায় ফিরতে হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, ১ জানুয়ারি পর্যন্ত ছুটিতে থাকবে সে।

এরপর সে ফিরে আমাদের সঙ্গে যোগ দেবে, ২ বা ৩ জানুয়ারিতে। আমাদের সঙ্গে মাঠের লড়াইয়ে নামতে তাকে ১৩-১৪ দিনের রিকভারি সেশন পার করতে হবে। এমবাপে এরই মধ্যে ক্লাবে ফিরে শুরু করে দিয়েছেন অনুশীলন। গত মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন পিএসজির আক্রমণভাগের আরেক তারকা নেইমারও। বিশ্বকাপ বিরতির পর বুধবার লিগ ম্যাচে স্ত্রাসবুরের মুখোমুখি হবে পিএসজি। আগামী রোববার লঁসের বিপক্ষে খেলবে তারা। এই দুই ম্যাচে মেসির না খেলা নিশ্চিত।

এরপর ফরাসি কাপে আগামী ৬ জানুয়ারি শাতোহুর বিপক্ষে ও লিগ ওয়ানে ১১ জানুয়ারি অঁজির বিপক্ষে খেলবে প্যারিসের দলটি। কোচের কথা অনুযায়ী রিকভারির সময় প্রায় দুই সপ্তাহ হওয়ায় এই দুই ম্যাচেও তাকে না পাওয়ার শঙ্কা রয়েছে।

এনবিএস/ওডে/সি

news