ফিটনেস থাকার পরও কেনো খেলানো হয়নি বেনজেমাকে: প্রশ্ন এজেন্টের

ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা কাতার বিশ্বকাপ শুরুর আগেই চোটে পড়েছিলেন। ইনজুরিতে পড়লেও দলে তার জায়গাটা ফাঁকাই রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছিল, চোট থেকে সেরে উঠলেই আবারও মাঠে ফিরবেন তিনি। বেনজেমা চোট কাটিয়ে উঠলেও শেষ পর্যন্ত তাকে আর মাঠে নামায়নি কোচ দিদিয়ের দেশম। এবার সেই ইস্যু নিয়ে মুখ খুললেন বেনজেমার এজেন্ট করিম যাজিরি।

শারীরিক ফিট থাকার পরও করিম বেনজেমা বিশ্বকাপে কেনো খেলতে পারেননি সেই আলোচনা আবার তুললেন যাজিরি। তিনি দাবি করছেন, নকআউট পর্ব থেকেই খেলতে পারতেন বেনজেমা। বেনজেমাকে কেনো দ্রুত বিশ্বকাপ থেকে পাঠিয়ে দেওয়া হলো সেই প্রশ্নও তুলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যাজিরি লিখেন, তিনজন বিশেষজ্ঞকে বেনজেমার রিপোর্ট দেখিয়েছি। তারা নিশ্চিত করেছেন নকআউট পর্ব থেকেই ফিরতে পারতো বেনজেমা। কেনো এত দ্রুত তাকে বিশ্বকাপ থেকে পাঠিয়ে দেওয়া হলো? উল্লেখ্য যে, ফ্রান্সকে ফাইনালে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন বেনজেমা।

এনবিএস/ওডে/সি

news