তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে উইকেট শূন্য মোহাম্মদ আমির

 কাউন্টি ক্রিকেটের কল্যাণে প্রায় তিন বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের ইতিহাসে অন্যতম সাড়া জাগানো বোলার মোহাম্মদ আমির। গ্লুচেস্টারশায়ারের হয়ে কাউন্টি খেলতে নেমে ২৮ ওভার বল করে ৮০ রান খরচায়ও কোন উইকেট নিতে পারেননি পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জেতানো বোলার আমির। 

অনেকটা অভিমান থেকেই ২০২০ সালে মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমির। 

খেলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে আমিরের দল গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৬০৩ রানের পাহাড় গড়ে অলআউট হয় সারে। দলটির হয়ে সর্বোচ্চ ২৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন জেমি স্মিথ।  

 জবাবে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৮৪ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে গ্লুচেস্টারশায়ার।

news