এক ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

 দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৮২ রানের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিল অজিরা। দ্বিতীয় টেস্টে ডেভিড ওয়ার্নারের ডাবল সেঞ্চুরির পর বল হাতে জয়ের বন্দরে পৌঁছাতে সহায়তা করেছেন নাথান লায়ন-স্কট বোল্যান্ডরা।

এমসিজিতে টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করে এলগারের দল সংগ্রহ করে ১৮৯ রান। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় আফ্রিকান ব্যাটাররা। বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে তারা ২০৪ রানে অলআউট হয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬৫ রান করেন টেম্বা বাভুমা। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরাইনি করেন ৩৩ রান। এছাড়া ডি ব্রুইন ২৮, এরউয়ে ২১ এবং লুঙ্গি এনগিদি করেন ১৯ রান।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন স্পিনার লাথান লায়ন। এছাড়া দুটি উইকেট নেন পেসার স্কট বোল্যান্ড। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও স্টিভ স্মিথ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি।

এনবিএস/ওডে/সি

news