ফুটবল কিংবদন্তী পেলে মারা গেছেন

ফুটবল কিংবদন্তী পেলে মারা গেছেন। বিবিসি জানায়, তার বয়স হয়েছিলো ৮২ বছর। পেলের চলে যাওয়ায় সারাবিশ্বে নেমেছে শোকের ছায়া, মানুষ কাঁদছে প্রিয় কালো মানিকের জন্যে।
পেলে দীর্ঘদিন ধরে কিডনি ও প্রোস্টেটের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি অসুস্থতা বাড়লে তাকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন  হাসপাতালে ভর্তি করা হয়। বড়দিনও সেখানে কেটেছে তার।   

ব্রাজিলের আলোকিত সন্তান পেলে ফুটবলে অনন্য রেকর্ড গড়ে সারাবিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষের মন কেড়ে নিয়েছেন। তিনি ১৩৬৩টি খেলায় অংশ নিয়ে ১২৮১টি গোলের রেকর্ড গড়েন।
তিনি একমাত্র খেলোয়াড়, যার হাতে তিনবার বিশ্বকাপ উঠেছে; ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে।
২০০০ সালে ফিফা পেলেকে শতাব্দির সেরা খেলোয়াড় হিসেবে সম্মাননা দেয়।

এনবিএস/ওডে/সি

news