বিশ্বে যতোদিন ফুটবল খেলা হবে, ততোদিন সবাই পেলেকে মনে রাখবে: ফিফা প্রেসিডেন্ট

 ফুটবল সম্রাট পেলের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে নিজের অনুভূতি প্রকাশ করে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এ বিশ্ব ভ্রম্মাণ্ডে ফুটবল যতদিন খেলা হবে, ততদিন সবাই মনে রাখবেন ফুটবলের রাজাকে।

আধুনিক ফুটবলের নতুন তর্ক, গ্রেটেস্ট অব অল টাইমের খেতাবটা যাবে কার দখলে? অনেকের কাছে ম্যারাডোনা এ রেসে অস্পৃশ্য, আবার অনেকের কাছে জাদুকর লিওনেল মেসি। কিন্তু, ফুটবল দুনিয়ায়  সেরা শব্দটা বসানো যায় কেবল একজনের পাশেই। তিনি ফুটবলের কালো মানিক, ল্যাটিনদের পোস্টার বয় এডসন আরান্তেস ডু নাসিমান্তো  (পেলে)।

দৃঢ় কণ্ঠে ফিফা বস জানিয়ে দিলেন পেলে আছেন, তিনি থাকবেন। কিংবদন্তিদের কখনো বিদায় হয় না। ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা যতদিন থাকবে ঠিক ততদিন সবার হৃদয়ে থাকবেন পেলে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আজ এমন একটা দিন, যেটা কোন ফুটবল সমর্থক কখনো দেখতে চায়নি। আমরা পেলেকে হারিয়েছি। আমরা আমাদের রাজাকে হারিয়েছি। আমরা শোকার্ত। কিন্তু আমি জানি, তিনি আছেন। তিনি থাকবেন। তিনি কোনদিন আমাদের ছেড়ে যাবেন না। তিনি ফুটবল দুনিয়ায় যা করে গেছেন, তা আজীবন তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

ষোল আউন্সের একটা চর্মগোলক নিয়ে তিনি যা করেছেন, তা আজও প্রতিটা মানুষের কাছে অবিশ্বাস্য। তার ক্ষিপ্র গতি শিল্পীর আঁকা সেরা কোন ছবির চেয়ে কম সুন্দর ছিলো না। ৮২ সালে বুট জোড়াকে উঠিয়ে রেখেছিলেন পেলে, কিন্তু তারপর এত বছরেও তার গড়া রেকর্ডগুলো অক্ষয় অমর।

ইনফান্তিনো বলেন, তিনটা বিশ্বকাপ জেতা একমাত্র অ্যাথলিট তিনি। এতো বছরেও তার রেকর্ডের কাছাকাছি যেতে পারেননি কেউ। এটা অবিশ্বাস্য। তার মতো বড় হৃদয়ের মানুষ আমি খুব কম দেখেছি।

এনবিএস/ওডে/সি

news