হাতের মধ্যেই শিরোপা দেখছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগটা আবারও ২০১৮ ও ২০১৯ মৌসুমের মতো দাঁড়িয়ে গেছে। সেবার লিভারপুলের বিপরীতে এক পয়েন্টের লিড ধরে শিরোপা উৎসব করেছিল ম্যানচেস্টার সিটি। 

লিডসকে বিধ্বস্ত করে এক পয়েন্ট নিয়েই এগিয়ে গেছেন তারা। বাকি ম্যাচগুলোয় একটি ড্র শিরোপা স্বপ্ন শেষ করে দিতে পারে তাদের। সিটি কোচ পেপ গার্দিওলা হাতের মধ্যে থাকা সুযোগ হারাতে চান না।

লিগে বাকি আর ৪ ম্যাচ, সবগুলো জিতলেই অদম্য লিভারপুলকে পেছনে ফেলে ম্যানসিটি শিরোপা ঘরে তুলবে। গার্দিওলা শিষ্যদের মনে করিয়ে দিলেন, শিরোপা আমাদের হাতের মধ্যেই আছে। এখন যে ম্যাচগুলো বাকি সেসব জিতলেই আমরা চ্যাম্পিয়ন। যদি পয়েন্ট হারাই, তাহলে চ্যাম্পিয়ন হবে লিভারপুল।

লিগটায় জমে উঠে লিভারপুল-ম্যানসিটি কেউই পয়েন্ট হারায়নি ১০ এপ্রিলের পর দুই দলই ২-২ ড্র করেছিল। গতকাল নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছিল লিভারপুল। পরে লিডস ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে সিটি ১ পয়েন্টের লিডে শীর্ষস্থান দখলে নিয়েছে। 

news