ফর্মের খরা কাটিয়ে কাউন্টিতে রানের বন্যা আইপিএলে ‘অবিক্রিত’ চেতেশ্বরের, গড়লেন রেকর্ডও

 ব্যাটে তাঁর রান নেই, পুরনো ছন্দ কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না তিনি। দেশের হয়ে ওয়ান ডে, টি২০ খেলেন না বললেই চলে। তবে টেস্টে অন্যতম ভরসার নাম ছিলেন তিনি। কিন্তু ফর্ম না থাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা হয়নি তাঁর। কিন্তু তিনি যে থেমে থাকার পাত্র নন সেটাই আবার প্রমাণ করলেন চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজে বাদ পড়েছিলেন তিনি। আইপিএল নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। তখনই তিনি সিদ্ধান্ত নেন কাউন্টি ক্রিকেট (County Cricket) খেলবেন। যেমন ভাবা তেমন কাজ। সাসেক্সের (Sussex) হয়ে নেমে পড়েন মাঠে।

মাঠে নেমেই ফিরে ফেলেছেন পুরনো ফর্ম। কথা বলছে তাঁর ব্যাট। শুধু তাই নয়। গড়লেন রেকর্ডও। মহম্মদ আজহারউদ্দিনের পর, দ্বিতীয় ভারতীয় হিসেবে নজির গড়লেন তিনি।

কাউন্টি ক্রিকেটে দু’বার দ্বি-শতরান করার রেকর্ড গড়লেন তিনি। তিনি কাউন্টিতে সাসেক্সের হয়ে চারটি ইনিংস খেলেছেন। তার মধ্যে দুটিতে ডবল সেঞ্চুরি ও একটিতে সেঞ্চুরি। ভাঙলেন ২৮ বছরের পুরনো রেকর্ড। এর আগে শুধু এই তালিকায় ভারতীয় হিসেবে নাম ছিল একমাত্র মহম্মদ আজহারউদ্দিনের।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news