আনন্দে ভাসছে সুমাইয়ার গ্রাম

দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া নারী অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে শনিবার (১৪ জানুয়ারি) শিরোপাধারী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ দলের হয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ময়মনসিংহের মেয়ে সুমাইয়া আক্তার।বাংলাদেশের ১৩২ রানের ইনিংসে অপরাজিত ৩১ রান করেন সুমাইয়া আক্তার।তার এই অসাধারণ নৈপুণ্যে ব্যাপক উল্লসিত তার স্বজন ও  এলাকাবাসী।
খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জয়োধ্বনিতে কেঁপে উঠে সুমাইয়ার গ্রাম ময়মনসিংহ সদরের চর ইশ্বরদিয়া । সবাই মেতে উঠেন উল্লাসে। শুধু ইশ্বরদিয়া নয়, পুরো চরাঞ্চলের চিত্র একই।

চরাঞ্চলের গর্ব সুমাইয়ার সাফল্যে তার বাড়িতে আসছেন অনেকে। তার মা-বাবাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সুমাইয়া বন্দনা। সবার শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন সুমাইয়া।

সুমাইয়া আক্তারের বাবা ব্যবসায়ী সাইফুল ইসলাম, মা শাহানাজ পারভীন দুজনেই ক্রীড়ানুরাগী। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি সুমাইয়ার ছিলো ব্যাপক আগ্রহ। নানা প্রতিবন্ধকতার মধ্যেও মেয়ের ইচ্ছে পূরণে পিছপা হননি মা-বাবা দুজনেই।  

ময়মনসিংহের ক্রিকেট কোচ সুমন্ত দের নিউ জেনারেশন ক্রিকেট একাডেমিতে ক্রিকেটের হাতেখড়ি সুমাইয়ার। ২০১৭ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত তৃণমূল পর্যায়ে নারী ক্রিকেটার অন্বেষণে নির্বাচিত হন ।

ভীষণ খুশি সাইফুল- শাহানাজ দম্পতি। সাইফুল ইসলাম বলেন, আমরা সুমাইয়ার প্রতিভাকে বিকাশে দ্বিমত হয়নি। যথাসাধ্য চেষ্টা করেছি।  মেয়ের প্রবল ইচ্ছাশক্তির কথা জানিয়ে মেহমানদারিতে ব্যস্ত হয়ে পড়েন শাহানাজ বেগম।  

এনবিএস/ওডে/সি

news