কোনো নারীর সঙ্গে বাবর আজমের যৌন কথাবার্তা হয়নি: পিসিবি

 বাবর আজমের পাশে দাঁড়ালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি, পাকিস্তানের অধিনায়কের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যা। বাবর পুরোপুরি নির্দোষ। টুইটারে এমন দাবি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের অধিনায়কের বিরুদ্ধে দলের অন্য এক ক্রিকেটারের বান্ধবীকে সেক্স টেক্সিং করার অভিযোগ ওঠে।

গত  রোববার রাত থেকে বাবরের ব্যক্তিগত ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্ট হয় কিছু ভিডিও। সেখানে পাক নেতার সঙ্গে এক মহিলাকে যৌন কথাবার্তা বলতে শোনা যায়। কথা শুনে মনে হয়, দলের কোনও ক্রিকেটারের বান্ধবীর সঙ্গে কথা বলছেন তিনি। কারণ বাবরকে বলতে শোনা যায়, এইধরনের কথা তিনি চালিয়ে গেলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে কোনওদিন দল থেকে বাদ দেওয়া হবে না।

এই নিয়ে একাধিক সংবাদমাধ্যম খবর করে। একটি খবর প্রকাশিত করে ফক্স স্পোর্টসও। এরপরই সরব হয় পিসিবি। কারণ আমেরিকার সংস্থা তাঁদের মিডিয়া পার্টনার। টুইট করে পিসিবি জানায়, সত্যতা যাচাই না করে এই ধরনের অভিযোগ ওদের উপেক্ষা করা উচিত ছিল। বাবর নির্দোষ। তাই ও নিজেও এর জবাব দেয়নি। এরপরই তারা এই খবর সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেয়। তবে বিতর্ক এখনও ধামাচাপা পড়েনি।

এনবিএস/ওডে/সি

news