রিয়াল মাদ্রিদের প্রতি রেফারির পক্ষপাতিত্ব নতুন খবর নয়, সাধারণ ঘটনা’

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে রিয়ালের মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচে ১-৩ গোলে হারের পর বিস্ফোরক মন্তব্য করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সিইও মিগুয়েল আনহেল গিল। বলেছেন, আমরা জানি সিস্টেম কীভাবে চলে। রিয়াল মাদ্রিদের প্রতি রেফারির পক্ষপাতিত্ব এখন এক সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এটা এখন আর নতুন কিছু নয়।

অ্যাটলেটিকো মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইট ইনটু দ্য ক্যালদেরন‘এ গত শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে মিগুয়েল আনহেল গিল বলেছেন, রেফারিং টিমের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। রেফারি সোতো গ্রাদোর মনোভাব সম্পর্কেও আমি আস্থাশীল। কিন্তু বাইরে থেকে যারা খেলা দেখে, তারাও বুঝতে পারবে যে গত এক দশক ধরে কী চলছে। দুর্ভাগ্যজনকভাবে এটি এখন আর নতুন করে কাউকে বিস্মিত করে না। নতুন কোনো খবরও নয় এটি। সবাই জানে কী ঘটতে চলেছে। কেবল ইতিহাসের দিকে দৃষ্টি ফেরালেই যে কেউ এটা বুঝতে পারবে।

অ্যাটলেটিকো মাদ্রিদের সিইও আরও বলেন, রিয়াল মাদ্রিদ এমন একটি চাপের পরিবেশ তৈরি করে যেখানে ভুল করা হয়ে পড়ে স্বাভাবিক ঘটনা। রেফারিং টিমও জানে, রিয়ালের প্রতি প্রতিকূল পরিস্থিতি তৈরি করে এমন কিছু ঘটলে তাদের জন্য কী পরিণতি অপেক্ষা করছে।

এনবিএস/ওডে/সি

news