সাফ চ্যাম্পিয়নশীপে ভুটানের জালে ভারতের ১২ গোল, ৩ জনের হ্যাটট্রিক

দুর্দান্ত লড়াই করেছিলো ভুটানের মেয়েরা। ৩০ মিনিট পর্যন্ত এই আক্রমণ ছিলো। এরপরই খেই হারিয়ে ফেলেছে ভুটান। পুরো মাঠের দখল নেয় ভারত। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের উদ্বোধনী ম্যাচে ভারতের মেয়েরা গুনে গুনে ১২ গোল দিয়েছে ভুটানের জালে।

প্রথমার্ধে ভারত ৪-০ গোলে এগিয়ে ছিল। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন নেহা, অনিতা ও লিন্ডা। তিনটি করে গোল করেছেন তারা।

প্রথম দিকে ভুটানের মেয়েরা কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারলেও সময় যত গড়িয়েছে, তারা তত দম হারিয়ে ফেলে। ভারত শেষ ৩০ মিনিটে করেছে ৬ গোল। তিনজনের হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল করেছেন অপূর্ণা। একটি গোল করেছেন নিতু। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে নিয়ে চারদেশীয় এই টুর্নামেন্ট। লিগভিত্তিক খেলা শেষে শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল।

এনবিএস/ওডে/সি

news