সেরা গোলদাতা নির্বাচিত হলেন ইরানি নারী খেলোয়াড়
২০২৩ সিএএফএ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন ইরানি নারী খেলোয়াড়। আট গোল করে ইভেন্টের সেরা গোলদাতা নির্বাচিত হন সারা শিরবেগি।
এছাড়াও, ফেরেশতেহ করিমি টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।সোমবার স্বাগতিক উজবেকিস্তানকে হারিয়ে ইরানের নারী ফুটসাল দল ২০২৩ সিএএফএ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে।
চ্যাম্পিয়নশিপটি ছিল সিএএফএ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের এবারের দ্বিতীয় আসর
এনবিএস/ওডে/সি

