বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী মার্টিনেজ চার গোল হজম করলেন ক্লাব ফুটবলে

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার গোলবার দুর্দান্তভাবে আগেলে রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে মেসির না যতোটা অবদান, ততোটাই গোলরক্ষক মার্টিনেজের।

এক কথায় মার্টিনেজ বর্তমানে বিশ্বফুটবলে বিস্ময়ের নাম। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ জয়ের পর এবার এমি মার্টিনেজ আস্টন ভিলার জার্সিতে ৪ গোল হজম করলেন সোমবার রাতে। ইপিএলে সোমবার ভিলার খেলা ছিল লেস্টার সিটির বিপক্ষে। সেই ম্যাচেই দুই অর্ধ মিলিয়ে চার-চারটে গোল হজম করে বসলেন মেসিকে বিশ্বকাপ জেতানো গোলকিপার। বিশ্বকাপ এবং সেলিব্রেশন পর্ব মিটিয়ে ক্লাবের জার্সিতে নেমে পড়েছিলেন চলতি বছরের প্রথম দিনেই।

পহেলা জানুয়ারি টটেনহ্যাম ম্যাচে নামেন গোল্ডেন গ্লাভসজয়ী কিপার। তারপরে লেস্টারের বিপক্ষে খেলার আগে বিশ্বকাপের মতই দলকে ভরসা জোগাচ্ছিলেন দলকে। মাত্র তিনটি গোল হজম করেছিলেন শেষ পাঁচ ম্যাচে।

তবে লেস্টার ম্যাচেই সব হিসেব গোলমাল হয়ে গেল। মার্টিনেজ চার-চারটে গোলহজম করলেন। লেস্টারের কাছে ভিলা হারল ২-৪ গোলে।

এনবিএস/ওডে/সি

news